জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিন: আমীর খসরু

জাহেদ কায়সার, প্রিয় চট্টগ্রাম : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন- ৭ নভেম্বর সিপাহি জনতার সক্রিয় অংশ গ্রহনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে মুক্ত করার মাধ্যমে বাংলাদেশের এক নতুন অধ্যায় সৃষ্টি হয়েছিল। শেখ মুজিব, বাকশাল, ফ্যাসিস্ট সরকার কে বিদায় দিয়ে বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ পেয়েছিল সেদিন। প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, মুক্ত বাজার অর্থনীতির বাংলাদেশ, মাথা উচু করার বাংলাদেশ। সেই ধারা অভ্যহত রেখে দেশনেত্রি বেগম খালেদা জিয়া শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে স্বৈরাচারের পতন গঠিয়েছেন। আর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটানোর ভিত্তি তৈরি করেছিল বিএনপি। বিএনপি’র হাজার হাজার কর্মীর উপর হামলা-মামলা, জেল-জুলুম, গায়েব-খুনের মধ্য দিয়ে এই পটভূমি তৈরি হয়েছিল। কিন্তু এখন সরকার পতনের পর অন্য বয়ান শুনা যাচ্ছে। নির্বাচনের কোন বয়ান নেই । সব বয়ান বাদ দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনিয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিন।

৯ নভেম্বর ( শনিবার) বিকেলে চট্টগ্রামের দামপাড়া আলমাস সিনেমা মোড় এলাকায় বিএনপি আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় উক্ত সমাবেশে আমীর খসরু বলেন- এখন শুধু সংস্কারের বয়ান চলছে। কিন্তু সেখানে বাংলাদেশের মানুষ কবে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে সেই বয়ান নাই, বাংলাদেশ কখন একটি গণতান্ত্রিক দেশ হবে সেই বয়ান নাই।
সমাবেশ তিনি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান।

উক্ত সমাবেশে বিএনপির বিভাগীয সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিশাল মিছিল কাজীর দেউরি হয়ে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।