কুতুব‌দিয়ায় বিদ্যুৎস্পৃ‌ষ্টে ইলেকট্রিক মি‌স্ত্রির মৃত্যু

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় বিদ্যুতের মিটার লাগা‌তে গি‌য়ে আব্দুল হান্নান না‌মের এক ই‌লেক‌ট্রিক মিস্ত্রির মৃত্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২২ এ‌প্রিল) বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে দ‌ক্ষি‌ণ ধুরুং নয়াপাড়ায় এই ঘটনা ঘ‌টে‌ছে।

দরবার রাস্তার মাথায় আলম ফা‌র্মেসীর মা‌লিক মোহাম্মদ আ‌নিস জানান, স্থানীয় বৈদ্যরপাড়ার মো. ছৈয়‌দের ছে‌লে ইলেক‌ট্রিক মি‌স্ত্রি আব্দুল হান্নান (২৫) মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে নয়াপাড়ায় এক‌টি বা‌ড়ি‌তে‌ নতুন মিটার লাগা‌তে‌ গি‌য়ে পা‌শের বৈদ্যুতিক খুঁ‌টি‌তে ও‌ঠেন।

এ সময় বৈদ্যুতিক শ‌কে মা‌টি‌তে প‌ড়ে যান হান্নান। দ্রুত উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব্যরত আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. কাজী ক‌রিম নেওয়াজ তা‌কে মৃত ব‌লে জানান।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন ব‌লেন, বিদ্যুৎস্পৃ‌ষ্টে মি‌স্ত্রি মারা যাবার বিষ‌য়ে থানায় কেউ অব‌হিত ক‌রে‌নি। তি‌নি খোঁজ নে‌বেন ব‌লে জানান।