শফিউল আলম, রাউজান ঃ রাউজানে একের পর এক পানি চলাচলের পথ বন্ধ করে বাড়িঘর, সীমানাপ্রচী ও অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অপরিকল্পিতভাবে মাটি ভরাট ও পানি চলাচলের পথ বন্ধ করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, রাউজান পৌরসভার ৬,৭, ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে জমি ভরাট করে সীমানাপ্রচী ও ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে ৬, ৭-৮ নং ওয়ার্ডে পুরাতন কাঁশখালী খালের পানি চলাচলের পথ বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। জলিলনগর এলাকায় কালভার্টের ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে।
রাউজান বটতল এলাকায় খালের জায়গায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসব পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ভারী বাড়ি বৃষ্টিপাত হলেই রাউজান ছত্ররপাড়া, রাউজান ফকির হাট, থানা রোড়, পশু হাসপাতাল, শাহনগর, হাজীপাড়া,শরীফপাড়া,ছিটিয়াপাড়া, বেরুলিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাড়িঘর, ফসলী জমি পানিতে তলিয়ে যায়। ক্ষয়ক্ষতি হয় রাস্তাঘাট ও কালভার্টের। এছাড়াও রাউজান সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগে পানি চলাচলের কালভার্টের মুখ বন্ধ করে ধানি জমিতে মাটি ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করা প্রস্তুতি নিয়েছে প্রভাবশালী এক ব্যক্তি। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার শষ্কা করছেন স্থানীয়রা। ছিটিয়াপাড়া এলাকার মুন্না তালুকদার নামের এক যুবক বলেন, কাঁশখালী খাল দখলমুক্ত করে বর্ষা মৌসুমে পানি চলাচল এবং নিষ্কাশনের ব্যবস্থা করে অসংখ্য পরিবারকে পানিবন্দি থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয়দের অভিযোগ সংস্কারের অভাবে পুরাতন কাঁশখালী খালটি ভরাট হয়ে গেছে। এই খালটি হয়ে আগে বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পানি নিচের দিকে নেমে যেত। গত প্রায় দেড় দশক ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় সুযোগ নিয়েছে ভূমি দস্যুরা। তারা জাল দলিল সৃষ্টি করে খালে অবৈধভাবে অবকাঠামো গড়ে তোলে। স্থানীয়দের দাবি খালে অবকাঠামো নির্মাণ করায় বর্ষাকালে পাহাড়ি ঢলের পানি নামতে বাধাগ্রস্ত হবে।এতে ১০ গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়বে। খালটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয়রা।
পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম এ প্রসঙ্গে বলেন, রাউজানের অন্তত ১০ গ্রামের পানি নিষ্কাশনের পথ পুরাতন কাঁশখালী খাল। ভরাট হয়ে যাওয়া খালটি অবৈধভাবে দখলে নিয়ে একাধিক ব্যক্তি পাকা স্থাপনা তৈরি করেছে। খালটি দখলমুক্ত করে নিষ্কাশনের ব্যবস্থা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ২০ এপ্রিল রোববার বিকালে রাউজান পৌর টেউয়াপাড়া অবৈধভাবে খাল ভরাট ও খালের পার্শ্বস্থ কৃষি জায়গা ভরাট করার দায়ে একটি ট্রাক জব্দ ও দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্তরা হলেন জুনায়েদ ফারুক ও মোহাম্মদ রাকিব।
রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা বলেন,কৃষি জমি ভরাট ও পানি নিষ্কাশনের মূখ বন্ধ করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কৃষি জমি ভরাট ও কাটার খবর পেলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।\