খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার আগমন শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রেসক্লাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, একজন পুলিশ সুপার কি কি উদ্যোগ নিতে পারে না, কি পারে না সেই বিষয়ে আমার মনে হয় আপনাদের উচ্চমানের, প্রশংসা করতে হয়।

এসময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা বলেন, সম্প্রতি ৫ আগস্ট থেকে জেলার সকল সাংবাদিকদের নিয়ে একটি সুসম্পর্ক তৈরি হয়েছে। সাংগঠনিক ভাবে এককতা থেকে একটি ছাতার নিচে থাকতে হবে। একটি মহল সাংবাদিকতার সুনাম নষ্ট করছে, একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকরা খাগড়াছড়ির পর্যটন শিল্পকে কি করে আরও উন্নয়ন করা যায় সেই বিষয়ে পরামর্শ দেন। এই জেলাকে শান্ত রাখতে সাংবাদিক অবদান রাখছে। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত কথা বলেন।