কতদিন দেখিনি তোমায়
আবছা স্মৃতিতে তুমি অম্লান
গভীর অতলে হারিয়েছো
সারাক্ষণ রয়েছো নীরবে
কতো অজানা পথ মাড়িয়ে।
আমার আকাশে আজ মেঘে ঢাকা চাঁদ
সাদা পেজা তুলোর মতো মেঘেরা ছুটছে
উড়ে গেছে বহুদূর,
তুমি রেখে গেছো সুদূর দিগন্ত রেখা
তোমার সুন্দর হাতছানিতে
বিমুগ্ধ হলাম,
কতো যে কথা বলার ছিল
কতোদিন দেখিনি তোমায়!
সবুজ পাহাড়ের চূড়ায়
ঐ নীলক্ষেত দিগন্ত ছুঁয়ে বারবার
মিশেছো হৃদয়ে একাকার,
বাজিয়ে বীণ
আমায় করেছো লীন
কতদিন দেখিনি তোমায়-
কতদিন দেখিনি তোমায়।