উত্তরের স্বনামধন্য সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৫ সালে দেশের ৬ জন গুণী ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য পুরস্কার ঘোষণা করেছে।
শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত ব্যক্তিদের নাম সংগঠন কর্তৃক ঘোষণা করা হয়।

যারা পুরস্কৃত হয়েছেন – কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, শিশুসাহিত্যে হাসনাত আমজদা, প্রবন্ধসাহিত্যে সৈকত হাবিব, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদী এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামশেদ ওয়াজেদ। উল্লেখ্য যে, আগামী ২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য বগুড়া লেখক চক্রের দুদিনব্যাপী আয়োজিত কবি সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হবে।











