আরোগ্য বিধান: জিএম সামদানী

আরোগ্য বিধান

আমি মাজার পূজারী তুমি বন্ধু চেয়ার
ভূরিভারী করা কাজ করছি না কেউ শেয়ার!
দলে ভারী নয় বলে করছ অবহেলা
দল ভারী বলে তুমি করছ ছলাকলা!
তোমার পথে হাঁটলেই বলছ খুবই ভালা
কক্ষ পথ ভিন্ন হলে বাড়ে তোমার জ্বালা!
লক্ষ্য মোদের অভিন্ন যাত্রা ভিন্ন পথে
আমার পথ পায়ে চলা তোমার যাত্রা রথে!
পূজো নিয়ে ব্যস্ত তাই আমি না হয় মন্দ
যুচ্ছরি করছ তুমি চরিত্রে দুর্গন্ধ !
স্বার্থের বেদীতে মাল্য নয় আরোগ্য বিধান
যথাযোগ্য মূল্যায়ণ সত্যিকার প্রতিদান!
সৃষ্টিকর্তা একজনই উপাসনার যোগ্য
পূজো করতে হবে তাঁর লাভ করতে আরোগ্য!