ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই ডোয়াইন ব্রাভো জানিয়েছিলেন, এ টুর্নামেন্টে এটিই হতে চলেছে তাঁর শেষ মৌসুম। তবে নিজের শেষ মৌসুমও পুরোপুরি খেলতে পারলেন না তিনি। চোটে পড়ে আগেভাগেই বিদায় বলতে হয়েছে তাকে, একই সঙ্গে ক্রিকেটেও নিজের পথচলার ইতি টেনেছেন তিনি।
ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২১ সালে। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোতে খেলছিলেন তিনি। গত বছরই আইপিএলকেও বিদায় জানিয়েছে ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। ব্রাভো এরপর যুক্ত হয়েছেন কোচিংয়ে। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি উইকেটশিকারি ব্রাভো নিজের বিদায়ের ঘোষণা দিয়ে বলেন, ‘আমার মন এখনো খেলা চালিয়ে যেতে চায়, কিন্তু শরীর আর কোনোভাবেই সায় দিচ্ছে না। আমি নিজেকে এমন অবস্থায় ঠেলে দিতে চায় না যেখানে আমার সমর্থক, দল এবং সতীর্থদের হতাশ হতে হয়। তাই, ক্রিকেট খেলা থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। চ্যাম্পিয়নের পক্ষ থেকে সবাইকে জানাই বিদায়।’
নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া তিনি আইপিএল, সিপিএল, পিএসএল সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও অসংখ্য শিরোপা জিতেছেন। সিপিএলে পাচটি শিরোপা জিতেছেন তিনি।