কাপ্তাইয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ওয়াগ্গায় মৌমিতা তনচংগ্যা নামে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ২৪ (সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াগ্গা মিঠা ছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ মৌমিতা তনচংগ্যা উপজেলার গর্জনীয়াপাড়া এলাকার সুরেশ তনচংগ্যারর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার তপন তনচংগ্যা।

তিনি জানান, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জুম চাষের কাজ শেষে সবজি নিয়ে গর্জনীয়পাড়া এলাকায় নিজ বাড়ি ফিরছিলেন মৌমিতা তনচংগ্যা। পথে ওয়াগ্গায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে যান তিনি। তাকে উদ্ধারে স্থানীয়রা খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে নিখোঁজ নারীর জুমের কাজে ব্যবহৃত ঝুড়ি এবং তার পরনের জামা খালের কাছে পাওয়া যায়।

এ ব্যাপারে নিখোঁজ ওই নারীর স্বামী সুরেশ তনচংগ্যা বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সময় সংবাদকে বলেন, ‘নিখোঁজ ওই নারীর স্বামী থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’