‘কাপ্তাইয়ে দূর্গা পুজা সুষ্ঠু-সুন্দুরভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও নিরাপত্তা জোরদার থাকবে’

পুজা উদযাপন পরিষদের সাথে কাপ্তাই বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষে কাপ্তাই ৪১ বিজিবি’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কাপ্তাই পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বুূধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্যাটালিয়ন কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক, অধিনায়ক কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিব)। এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখা ও উপজেলার ৮টি পুজা মন্ডপের প্রতিনিধিরাউক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এসময় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য ও সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি বিজিবি’র সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজিবি অধিনায়ক শারদীয় দূর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দুরভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় অত্র ব্যাটালিয়ননের উপ-অধিনায়ক, মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।