দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণেও ব্যর্থ হলো ইলন মাস্কের স্টারশিপ রকেট। বিস্ফোরিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে রকেটটি প্রায় ৮ মিনিট আকাশে উড্ডয়ন করে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকা ঘাঁটি থেকে শনিবার রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটের ওপরের অংশ সফলভাবে বুস্টার থেকে আলাদা হয়ে যায় এবং পরে বিস্ফোরিত হয়ে আটলান্টিক মহাসাগরে ভূপাতিত হয়।
গত এপ্রিলে প্রথমবারের মতো এই রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। তবে উৎক্ষেপণের চার মিনিটের মাথায় মেক্সিকো উপসাগরে সেটি বিস্ফোরিত হয়। স্টারশিপ এযাবৎকালের সবচেয়ে বড়, শক্তিশালী এবং বিশ্বের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট।
চন্দ্র নিয়ে গবেষণা করছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। চলতি দশকের শেষের দিকেই স্টারশিপের মাধ্যমে চাঁদে মানুষ পাঠাতে চায় প্রতিষ্টানটি। আর সেই লক্ষ্যে একের পর রকেট উৎক্ষেপণ করছেন ইলন।
নাসার ‘আর্টেমিস’ প্রকল্পে স্টারশিপ রকেট ব্যবহারের জন্য এরই মধ্যে কয়েকশ কোটি ডলারের চুক্তি করেছে কোম্পানিটি। প্রকল্পের লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠানো।