মোবাইল ফোন বিস্ফোরণে স্কুলছাত্রীর মৃত্যু

নীলফামারীতে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে তমা রাণী রায় (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী ধারার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তমা ওই গ্রামের নেপেন্দ্র রায়ের মেয়ে। সে চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, মেয়েটি চার্জে মোবাইল ফোন লাগিয়ে কথা বলছিল। এ সময় বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে সে দগ্ধ হয়। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।