কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ নেতা হাসান আব্দুল্লাহ রাব্বি (২০) গ্রেফতার হয়েছে।
কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানিয়েছেন, গত বুধবার ১২ মার্চ রাতে বড়ঘোপ ২নং ওয়ার্ডের মাতবর পাড়ার আবদুল্ল্যাহ আল মামুন সোহেলের ছেলে রাব্বিকে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।
সে গত ৪ই আগষ্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক মিছিল ও ছাত্রদের প্রতিহত করতে বিশেষ ভূমিকায় সম্পৃক্ততার তথ্য প্রমান পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় কুতুবদিয়া থানার মামলার ৫(১০)২৪ এর এজাহারভুক্ত ২২নং আসামি।