সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে আন-নূর একাডেমিতে (একটি বিশেষায়িত মাদ্রাসা) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে আলমাছিয়া মাদরাসা সড়কে একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ঈদগাহ প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আবু ছিদ্দিক।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এ.জি লুৎফুল কবির আদর্শ মহিলা আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুর রহমান আযাদ।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন আলী বিন আবী তালিব (রা.) বালিকা দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল, হযরত আবু বকর ছিদ্দিক (রা.) বালিকা দাখিল মাদ্রাসার সুপার মুরশেদুর রহমান, হযরত যুবাইর ইবনুল আওয়াম (রা.) হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নাছির উদ্দীন ও মাদ্রাসা সাঈদ বিন যায়েদ (রা.) হিফজুল কুরআন ও এতিমখানার সহ পরিচালক মাওলানা এমদাদুল্লাহ জাফর।
শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। তারা ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে হলে দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।











