সমীকরণ মেলানোর ম্যাচে হেরেই গেলো পাকিস্তান

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অসম্ভব সমীকরণ মেলাতে হতো পাকিস্তানকে। সেটা তো পারেইনি বরং শেষ পর্যন্ত ম্যাচই হেরে গেছে বাবর আজমের দল। আজ কলকাতার ইডেন গার্ডেন্সের চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৯৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।

এদিন আগে ব্যাটিং করে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ব্যাট হাতে জনি বেয়ারস্টো ৫৯, জো রুট ৬০ ও বেন স্টোকস করেন ৮৪ রান। জবাবে ৬.৩ ওভার বাকি থাকতে ২৪৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইংলিশদের হয়ে ৩ উইকেট নেন ডেভিড উইলি।

পাকিস্তানের লক্ষ্য ৩৩৮ রান

আগে ব্যাটিং করে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৪ রান করেন বেন স্টোকস। এছাড়া জো রুট ৬০ ও জনি বেয়ারস্টো করেন ৫৯ রান।

‘মিশন ইম্পসিবলে’ টসে হেরে বোলিংয়ে পাকিস্তান

সেমিফাইনালে পৌঁছাতে অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানকে। জটিল সমীকরণ মেলানোর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে গ্রিন ক্যাপরা। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

তার আগে টসে জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠালেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং মোহাম্মদ ওয়াসিম।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন এবং আদিল রশিদ।