মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজারের মহেশখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে বাজার মনিটরিং অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

এ সময় দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৩টি মামলায় ৩ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেকটি পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে রাখা এবং বাজার পরিচ্ছন্ন রাখা সংক্রান্ত নির্দেশনা দেন মহেশখালী উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

অভিযান পরিচালনার সময় মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রুপম কান্তি পাল, মহেশখালী উপজেলা ভূমি অফিসের নাজির মাঈনুল, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে। ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”