হাটহাজারীতে সীমানাসংক্রান্ত বিরোধের জেরে কুপিযে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘরের সীমানাসংক্রান্ত বিরোধের জেরে শফিউল আলম (৬৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ২নং ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ তিতাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শফিউল আলমের পুত্র রবিউল আলম (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শফিউল আলম তার সন্তান রবিউলকে নিয়ে নিজ ঘরের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির মো. সেলিম ও তার পুত্র সজীব উদ্দিন হঠাৎ দেশীয় অস্ত্র (দা) দিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিন কবির শফিউলকে মৃত ঘোষণা করেন এবং রবিউল আলমের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

হাটহাজারী মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক মর্গে পাঠান।

এলাকার ইউপি সদস্য মো. মহিন উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে ইউপি সদস্যের দায়িত্ব পালন করে আসছি। কখনো উভয় পক্ষের কোনো রকম অভিযোগ পাইনি। হঠাৎ কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল বুঝে আসছে না। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।’ নিহতের পরিবার থানায় মামলা করবে বলেও জানান তিনি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অপরাধী যেই হোক, দ্রুত সমযের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।’ ইতোমধ্যে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করে দিয়েছে বলেও জানান তিনি।