প্রথমবার শীর্ষে শাহীন, এগারো দিনে ৫৬ পয়েন্ট খোয়ালেন সাকিব

ল্যান্ডমার্ক ছুঁতে এক উইকেটের প্রয়োজন ছিল। মঙ্গলবার ১০০ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করেন তিনি রেকর্ড গড়ে। আর বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ শেষে ‘সিংহাসন’ দখলে নেন শাহীন শাহ আফ্রিদি। আইসিসি’র র‌্যাঙ্কিংয়ের এখন এক নম্বর বোলার তিনি। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এ পাকিস্তানি পেসার। গতকাল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি বুধবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান । কিন্তু গত এগারো দিনে ৫৬ রেটিং পয়েন্ট খুইয়েছেন এ বাংলাদেশি তারকা। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন মুশফিকুর রহীম। তবে চার ধাপ পিছিয়ে মুশফিক নেমে গেছেন ৩১ নম্বরে।

তার রেটিং ৬১০। সাকিব (৪৬তম) ও লিটন কুমার দাসের (৫১তম) অবস্থান অপরিবর্তিত। তবে দুই ধাপ নেমে নাজমুল হোসেন শান্ত আছেন ৭৮তম স্থানে। বিশ্বকাপে ৭ ম্যাচে শান্তর সংগ্রহ সাকুল্যে ৮৭ রান। ছয় মাস দলের বাইরে থাকার কারণে বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবেচেয়ে বেশি রান (২৭৪) নিয়েও র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০ জনের তালিকায় নেই মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশি বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি দেখছেন কেবল মেহেদী হাসান মিরাজ। এক ধাপ এগিয়ে এই অফস্পিনারের অবস্থান ৪২তম।
বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বাধিক ৯ উইকেট শিকার তার। র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে ডিমোশন মোস্তাফিজুর রহমানের। ৭ ধাপ পিছিয়ে ‘কাটার মাস্টার’ খ্যাত পেসারের অবস্থান ৪০ নম্বরে। বিশ্বকাপে ৭ ম্যাচে তার শিকার মাত্র ৪ উইকেট। তিন ধাপ পিছিয়ে আরেক পেসার তাসকিন আহমেদ রয়েছেন ৬৮তম স্থানে। এক ধাপ পিছিয়েছেন সাকিবও। ৫৬৩ রেটিং নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানটা (২৩তম) সাকিবেরই। চলতি বিশ্বকাপে সাকিবের শিকার ৬ ম্যাচে ৭ উইকেট। কলকাতায় মঙ্গলবার তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট নেন আফ্রিদি। এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনি নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট পান এ বাঁহাতি পেসার পান । চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে শীর্ষে রয়েছেন তিনি। আর ধারাবাহিক বোলিংয়ের পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে শীর্ষে উঠে গেছেন ২৩ বছর বয়সী পেসার।

তার নামের পাশে রয়েছে ৬৭৩ রেটিং পয়েন্ট। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন গত সপ্তাহের হালনাগাদে সেরা তিনে থাকা জশ হ্যাজলউড (৬৬৩), মোহাম্মদ সিরাজ (৬৫৬), কেশব মহারাজ (৬৫১)। সেরা দশের মধ্যে কুলদীপ যাদব দুই ধাপ এগিয়ে সপ্তম, মুজিব উর রহমান দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে পাকিস্তানি তারকা বাবর আজম। তবে ক্রমেই দুইয়ে থাকা শুবমান গিলের সঙ্গে ব্যবধান কমছে পাকিস্তান অধিনায়কের। সবশেষ হালনাগাদে বাবরের রেটিং ৮১৮। স্রেফ দুই পয়েন্ট পিছিয়ে গিল। ডেভিড ওয়ার্নার এক ধাপ এগিয়ে চতুর্থ, রোহিত শার্মা তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১১ ধাপ লাফ দিয়ে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন সাকিব আল হাসান। কিন্তু সাকিবের রেটিং পয়েন্ট কমেছে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩১৬। দ্বিতীয় স্থানে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং ২৯৭। আর ২৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। আরেক আফগান তারকা রশিদ খান ২৫০ রেটিং নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। মাত্র এগারো দিনের ব্যবধানে ৫৬ রেটিং পয়েন্ট খোয়ালেন সাকিব আল হাসান। গত সপ্তাহে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩২৪। আর ভারতের বিপক্ষে ম্যাচের আগে তার রেটিং ছিল ৩৭২।