মিরপুরে ‘দুয়ো’ শুনলেন সাকিব, সন্ধ্যায়ই ফিরে যাচ্ছেন কলকাতায়

মিরপুরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষ করে গাড়িতে ওঠার সময় কিছু সমর্থক ‘দুয়ো-দুয়ো’ বলে চিৎকার করতে থাকেন। তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়েন সাকিব। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব মুম্বই থেকে ঢাকা এসে বুধবার যখন ঢাকার শেরেবাংলার ইনডোরে ছেলেবেলার গুরু নাজমুল আবেদিন ফাহিমের অধীনে একান্তে অনুশীলন করেছেন, তখন কলকাতা পৌঁছে টিম হোটেলেই বিশ্রাম নিয়েছেন বাকি ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার টিম বাংলাদেশের প্র্যাকটিস অফ। কোনো ক্রিকেটীয় কার্যক্রম নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৮শে অক্টোবরের খেলার আগে কাল শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করবে সাকিবের দল। তাতে থাকবেন না সাকিব? নাকি ওদিকে কলকাতায় তার দল অনুশীলন করবে, আর অধিনায়ক ঢাকার হোম অব ক্রিকেটে ছেলেবেলার গুরু নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একান্তে অনুশীলন করবেন? বিষয়টা কেমন দেখাবে?

বুধবার নাজমুল আবেদিন ফাহিম দৈনিক মানবজমিনকে জানিয়েছিলেন যে, শুক্রবার সকালেও একটি ট্রেনিং সেশন করবেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত তেমনটি হচ্ছে না। বুধবার সকালের ৩ ঘণ্টার অনুশীলনের সঙ্গে আজ বৃহস্পতিবার শেরে বাংলার ইনডোরে আড়াই ঘণ্টার প্র্যাকটিস সেশনই শেষ। আজ বেলা পৌনে একটা নাগাদ প্র্যাকটিস শেষে বাসায় ফিরে যান সাকিব।

সন্ধ্যার ফ্লাইটেই টাইগার ক্যাপ্টেন চলে যাবেন কলকাতায় এবং কাল ইডেন গার্ডেনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
দুপুরে অনুশীলন শেষে এ তথ্য দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘অনুশীলন শেষ। কাল আর হবে না। আজ সন্ধ্যায়ই কলকাতা ফিরে যাবে সাকিব।’