পতেঙ্গা সমুদ্র সৈকতে ক্লিন বাংলাদেশ টিম

”আমাদের পরিবেশ আমরাই রাখিব পরিচ্ছন্ন”

২৩জুন বিনোদনের আর একটি উৎসহ হচ্ছে ভ্রমন। বন্দর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের ফেলে দেয়া ময়লা ( পরিত্যক্ত ঠুঙ্গা, কাগজ কিংবা চিপসের পেকেট)। গতকাল বিকালে সৈকতে পতেঙ্গার বাসিন্দা দোলোয়ার হোসেন নামের এজনের এফবিতে দেখতে পেলাম একদল ছেলেমেয়ে সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা টুকরো অংশ/ময়লা গুলো কুড়োচ্ছে আর পলিথিনের বড় বস্তা ভরার দৃশ্যটি। তিনি তার আইডিতে লিখিছেন সবারই পরনে সাদা টি শাট। টিশার্টের বুকে লেখা CLEAN BANGLADESH. ।সৈকত পরিচ্ছন্ন রাখতে জনমত গড়ে তুলতে এই সংগঠনের স্বেচ্ছাসেবী কাজ বলে জানান প্রতিষ্ঠানের দায়িত্বশীলএকজন । তবে তারা কেউ নাম বা তাদের পরিচয় জানা তেমন আগ্রহী নন। সৈকত এলাকায় বেড়াতে আসা হাজার হাজার পর্যটক এক নজরে ক্লিন বাংলাদেশের কার্যয ক্রম দেখে মুগ্ধ হয়েছেন ।তাদের এই মহতী প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আসুন এই নিঃস্বার্থ বান সংগঠনের মতো প্রতিদিন একটি ভালো কাজ করে দেশ-সমাজ কে সহ স্বাবলীল সুন্দর ও দূর্নীতি মুক্ত করি।