বিশ্বকাপে বৃষ্টি। বিশ্বকাপে এই চিত্র নিয়মিত। বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে ৪টি ম্যাচ। আজ পরিত্যক্ত হল ভারত-নিউজিল্যান্ডের খেলাটি। আজকের খেলাটি অনুষ্ঠিত হবার কথা ছিল টন্টনে, বাংলাদেশ সময় দুপুর ৩টায়। মাঠে খেলা না গড়ানোয় ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নিল দু’দল।
এর প্রথম দুই ম্যাচেই জয় পায় ভারত। তারা হারায় দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। আর অপর দিকে উজ্জ্বল নিউজিল্যান্ড।
৩ ম্যাচে তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।