রাউজানের উপজেলার উপর দিয়ে প্রবাহিত ডাবুয়া খালটি পাবর্ত্য চট্টগ্রামের কাউখালী উপজেলার পাহাড়ী এলাকা থেকে প্রবাহিত হয়ে রাউজান উপজেলার বৃন্দাবনপুর, বৃকবানপুর, জানিপাথর, পুর্ব ডাবুয়া রোয়াইঙ্গা বিল, রামনাথ পাড়া কেউকদাইর, চিকদাইর পাঠান পাড়া, রাউজান পৌরসভার সন্দ্বীপ পাড়া, সুলতানপুর কাজী পাড়া, জগৎ মল্ল পাড়া বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, পশ্চিম বিনাজুরী এলাকা হয়ে সোনাইর খালের সাথে মিলিত হয়েছে ।
শুস্ক মৌসুমে ডাবুয়া খালের পানি সেচের মাধ্যমে ব্যবহার করে বিপুল পরিমাণ ফসলী জমিতে বোরো ধানের ও সব্জি ক্ষেতের চাষাবাদ করা এলাকার শত শত কৃষকেরা । খালটি ভরাট হয়ে যাওয়ায় শুস্ক মৌসুমে খালে পানি না থাকায় সেচ সংকট সৃষ্টি হয়ে সেচের অভাবে চাষাবাদ ব্যাহত হয়ে আসছে । খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হতে প্রতিবন্দ্বকতা সৃষ্টি হয়ে খালের ভাঙ্গন সৃষ্টি হয়ে পাহাড়ী ঢলের পানির শ্রোতে এলাকার ফসলী জমির ফসল নষ্ট হয়ে আসছে । পাহাড়ী ঢলের শ্রেতের পানিতে জলবদ্বতা সৃষ্টি হয়ে রাউজানের বিভিন্ন এলাকা পানিতে ডুবে গিয়ে এলাকার মানুষের চরম দুভোর্গ পোহাতে হয় । এলাকার মানুষের বসতবাড়ী, ফসলী জমি জনগনের চলাচলের সড়ক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে । রাউজানের চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি ও শওকত হাসান চৌধুরী বলেন ডাবুয়া খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার মানুষের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে । ডাবুয়া খালটি খনন করা হলে এলাকার হাজার মানুষের চরম দুভোর্গ লাঘব হবে ও এলাকার কৃষকেরা তাদের ফসলী জমিতে ধান ও সব্জি ক্ষেতের চাষাবাদ করে লাভবান হবে । রাউজানের পশ্চিম সুলতানপুর এলাকার কৃষক মোহাম্মদ মিয়া বলেন খালটি ভরাট হয়ে যাওয়ায় ফসলী জমির চাষাবাদ ব্যহত হয়ে আসছে । এলাকার সাধারন মানুষ ভরাট হয়ে যাওয়া ডাবুয়া খালটি খনন করে জনদুভোর্গ লাঘবের জন্য সংশ্লিষ্ট বিভাগের সদয় দৃষ্টি কামণা করছেন । সূত্র – নিউজচিটাগাং