ফকির হযরত শাহ্’র কথা-সুরে গাইলেন লায়লা

তরুন মেধাবী গীতিকবি হযরত ফকির শাহ ইতিমধ্যে তার কথায় গেয়েছেন ফকির সাহব উদ্দীন,প্লাবন কোরেশী,কাজী শুভ,দিলরুবা খান,সুমন বাপ্পী,ইমন খান, পিজিত মহাজন সহ এক ঝাঁক নবীন-প্রবীন সংগীত শিল্পী। এর মধ্যে ভাংগা মন,সত্য বলি সত্য শুনি,ভুল এসব গান লিখে তিনি মিডিয়া পাড়ায় বেশ প্রশংসা অর্জন করেছে। সম্প্রতি ফকির হযরত শাহ্’র কথা ও সুরে জোড়া গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা লায়লা। একটি গানের শিরোনাম রাখা হয়েছে ‘বিশ্ব হারামি’। এটির সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য। গানটি লায়লা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে জানা গেছে। অপর গানটির শিরোনাম রাখা হয়েছে ‘বহুরুপী বন্ধু’। এটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটি প্রকাশ করবে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ওডিসি মিউজিক। গান প্রসঙ্গে গীতিকার ও সুরকার ফকির হযরত শাহ্ বিনোদন পোস্টকে বলেন, আমি সবসময়ই সামাজিক আধ্যাত্মিক এবং মানুষের জীবনবোধ নিয়ে গান লিখার চেষ্টা করি। এ গান দুটিতেও আশা করি মানুষের মনের না বলা কথাগুলোই প্রকাশ পেয়েছে আমার কলমে।