হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ড চবির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম হিজিবিজি। এছাড়া এতে প্রথম রানার-আপ হয়েছে টিম ইকোশার্ক এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে ইকোস্ফেয়ার।

গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে উক্ত ইভেন্ট অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং প্রভাষক মো. রফিকুল ইসলাম।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন চবি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, বার্জার পেইন্টস চট্টগ্রামের ম্যানেজার এডমিন এবং ইআর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেডিএস গার্মেন্টস ডিভিশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কামরুল হাসান সিদ্দিকী, বিএসআরএম-এর হেড অব সেলস মুহাম্মদ মেহদী হাসান চৌধুরী এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের রিজিওন হেড সাইফুজ্জামান সাইফ।

এবারের প্রতিযোগিতায় ছয়টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। প্রতিযোগী দলগুলোকে মেন্টরিং প্রদান করেন ডেক্কো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান, রবি আক্সিয়াটা লিমিটেডের সিনিয়র অ্যাসোসিয়েট সাকিব উল ইসলাম, বাংলালিংক ডিজিটালের স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট মায়েশা হাসান, বিএটিবির আইডব্লিউএস প্রসেস লিড সাকিফ আহবাব, ফ্লেয়ার’স পিচের চ্যাম্পিয়ন ও এইচপিসিইউ ২০২৩-এর চ্যাম্পিয়ন রুমাইয়া শাহীন চৌধুরী এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেইনি আহসানুল্লাহ খান সৌমিক।

প্রতি বছর হাল্ট প্রাইজ একটি থিম উপস্থাপন করে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর সঙ্গে সম্পর্কিত। এ বছরের থিম ছিল “আনলিমিটেড”। এ লক্ষ্যমাত্রাগুলো আন্তঃসংযুক্ত ও পরস্পর নির্ভরশীল প্রকৃতিকে স্বীকৃতি দিয়ে, বহুমাত্রিক সমস্যা মোকাবেলায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে উদ্ভাবনী সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেয়।