বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ কৃতী লেখক

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের ৫ কৃতী লেখক। তাঁরা হলেন : তপংকর চক্রবর্তী, সনজীব বড়ুয়া, রোকেয়া খাতুন রুবী, হাসনাত আমজাদ ও আশরাফুল আলম পিনটু। আগামী ১৫ই অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি হলে ‘শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ মঞ্চে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ জানান, শেখ রাসেল ছোটোদের বইমেলা দেশের প্রথমবারের মতো আয়োজিত হলেও ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আয়োজিত এবারের উৎসবে দেশের প্রায় সাড়ে তিন শ’ লেখকের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। উৎসব উপলক্ষ্যে একটা সংকলন প্রকাশিত হবে। এতে তালিকাভুক্ত লেখক ছাড়াও বিশিষ্ট জনের লেখা স্থান পাবে।