উখিয়ায় কাঠভর্তি ট্রাক ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন প্রজাতির ৮০ ঘনফুট কাঠসহ একটি মিনিট্রাক (ড্রাম ট্রাক) জব্দ করেছে বনবিভাগ। এর আগে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও পাচারকারীরা কাঠভর্তি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়।

বুধবার (১২ মার্চ) ভোর রাতে উখিয়া উপজেলার পালংখালী মোছারখোলা-বটতলি নামের পাহাড়ি এলাকায় এক অভিযানে এসব জব্দ করা হয়।

থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, মোছারখোলা-বটতলী সড়কের ব্রিজ এলাকায় বনায়ন থেকে অবৈধভাবে কাটা এক ডাম্পার (মিনি ট্রাক) বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করেছে। গত ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির স্বল্প মেয়াদি সৃজিত বাগানের গাছ অবৈধভাবে কেটে পাচার করছিল বনখেকো সিন্ডিকেট।

তিনি আরও বলেন, সরকারি বনায়ন থেকে কেটে ফেলা কাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গাছের মধ্যে চাতিয়ান, জাম ও আকাশমনি গাছসহ বিভিন্ন প্রজাতির ৮০ ঘনফুট গাছ রয়েছে। গাড়িটি উখিয়া রেঞ্জ অফিসে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকতা শাহিনুর রহমান বলেন, জব্দ করা গাড়ির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত রশিদ আহাম্মদের ছেলে মো. শামশুল আলম (৪২) এবং ড্রাইভার চোরাখোলা ৩ নম্বর ওয়ার্ডের শহরমুল্লুকের ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।

তিনি আরও বলেন, ২০০০ সালের সংশোধিত বন আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। বন ও পরিবেশ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।