অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেষ্ঠা করেছেন বলেই বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করা হয়েছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত মাসব্যাপী শোক দিবস পালনের ধারাবাহিক কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ সমাপনী কর্মসূচি বুধবার ৩১ আগস্ট দুপুর ১২ ঘটিকায় নগরীর হালিশহরস্থ বি.ডি.আর মাঠে ১১, ১২, ২৫ ও ২৬নং ওয়ার্ড যুবলীগের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুব সংগঠক গোলাম ছামদানী জনি’র সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নওশাদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিম। সভায় আরও বক্তব্য রাখেন হালিশহর থানা আওয়ামী লীগ নেতা সাইদুল হক সাঈদ, নিজাম উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক মোঃ সেলিম, আদনান মাহফুজ সজিব, মুকুল হোসেন, বিপ্লব দত্ত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, ফররুক আহমেদ পাভেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল মনসুর টিটু, কবির আহমদ, নগর ছাত্রলীগের উপ-সম্পাদক মন্ডলীর যথাক্রমে তুষার ধর, মনির আলম, যুব নেতা সারোয়ার জামান, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাকির, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হুদা পাভেল, ছাত্রনেতা মাহফুজ আহমেদ ফাহিম, এ.কে. আরিফ, আবু সুফিয়ান রুবেল, গোলাম মোস্তফা রিগ্যান, মোহাইমিনুল শোয়েব, সাব্বির আহমেদ শামীম, ইসমাইল স¤্রাট, মোঃ বাবুল, সায়মন চৌধুরী, মোঃ ইমন, সানজিদ ইভান, তৌরাত হোসেন রাফি, কাজী রিয়াজ কামাল, সাব্বির হোসেন শান্ত, সুব্রত দাশ, রাহাত ইমরান, মোঃ শামীম হোসেন, শান্ত বড়–য়া, সজিবুর রহমান সজিব, ওয়াহিদ বিন ইউনুস, ফরহাদ হক প্রমুখ।
প্রধান অতিথি এম আর আজিম বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেষ্ঠা করেছেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকা-ের সাথে দেশি-বিদেশী অনেকেই জড়িত ছিল। তিনি আরও বলেন-বঙ্গবন্ধু হত্যাকা-ে প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের বিচার হয়েছে কিন্তু দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়নি। শক্তিশালী কমিশন গঠনের মাধ্যমে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের অবিলম্বে চিহ্নিত করে দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। মানবিক এই যুব সংগঠক আরও বলেন, যারা অগ্নি সন্ত্রাস করে, জীবন্ত মানুষকে হত্যা করে তাদের মুখ থেকে আজকে মানবতার কথা শুনতে হয়। তারা এখনও দেশে অরাজকতা ও নাশকতার কর্মকা- চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসমস্ত কর্মকা-কে প্রতিরোধে প্রতিটি পাড়া মহল্লায় ছাত্র-যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।