বোয়ালখালীতে সড়কের মাঝে প্রাচীর !

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গ্রামীণ সড়কের ইট তুলে নিয়ে সড়কের মাঝে পাকা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কমর আলী মসজিদের সামনের সড়কে ইট তুলে নিয়ে পাকা প্রাচীর নির্মাণ করার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার কয়েকজন বাসিন্দা সড়কটি তাদের জায়গায় করা হয়েছে দাবি করে সড়কে মাঝখানে এ পাকা প্রাচীর নির্মাণ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় ও স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মো. এরশাদ বলেন, কমর আলী মসজিদ সড়কটি অনেক পুরোনো। এ সড়কদিয়ে এলাকার মুসল্লীসহ শতশত মানুষ যাতায়াত করেন। এলাকার কয়েকজন ব্যক্তি সড়কটিতে তাদের জায়গা রয়েছে দাবি করে সড়কের ইট তুলে নেয়। এরপর তারা ওই সড়কের মাঝখানেই পাকা প্রাচীর নির্মাণ করতে গেলে এলাকাবাসী তাতে বাধা দেন। পরে থানাসহ ইউনিয়ন পরিষদে অভিযোগ দেওয়া হয়। এরপরও তারা নির্মাণ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মো. জসিম বলেন, সড়কটি অনেকদিনের পুরোনো। সড়কটিকে সরকারি অর্থায়নে ব্রিক সলিন করা হয়েছিল। সম্প্রতি ওই এলাকার কয়েকজন ব্যক্তি সড়কের ইট তুলে নিয়ে সড়কের মাঝখানে প্রাচীর নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।