জ্বালানী তেল, তীব্র লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগরীর আয়োজনে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মুহাম্মদ সাজিদ ইকবালের সভাপতিত্বে সদস্য সচিব এডভোকেট মামুন জোয়ার্দ্দারের পরিচালনায় অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আব্দুল্লাহ আল হাসান সাকিব । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন জ্বালানী তেলের দাম বৃদ্ধি করে সরকার দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এমন হঠকারী সিদ্ধান্তের ফলে দেশের সংকট আরো বৃদ্ধি পাবে । দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে যাবে । দেশকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল দেশ প্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে ।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির সহ সভাপতি মুসলিম শিকদার, সহ সভাপতি মুর্শিদা বেগম, হাজি সেলিম উদ্দিন । রফিকুল ইসলাম মোরশেদ । নজিবুল্লাহ কায়সার । অধ্যাপক রঞ্জন রায় চৌধুরী । শামিম সাহাব উদ্দিন । মর্তুজা হোসাইন । জুলি আকতার । পাহাড়তলি থানা সভাপতি মোশাররফ হোসেন, মুহাম্মদ হানিফ । শাহীনূর আকতার । বায়েজিদ থানা সভাপতি মুহাম্মদ জাফর , । নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বায়েজিদ থানার ববি আক্তার । শিউলি আকতার নাজমা বেগম । সহ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ অনতিবিলম্বে জ্বালানী তেলের দাম ও দ্রব্যমূল্যের উর্ধগতির দাম কমানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান ।
বাড়ি প্রেস রিলিজ জ্বালানী তেল, তীব্র লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বাংলাদেশ কল্যাণ পার্টি মানববন্ধন