পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮ পরিবারের বসতঘর।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী বটতলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রথমে দিনমজুর বদিউল আলমের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকলবাহিনীর কর্মীরা ঘটনা স্থলে ছুঁটে আসে। তার আগেই ৮ পরিবারের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে বদিউল আলম, শহিদুল ইসলাম, নুরুল হক, আব্দুল্লাহ, আব্বাসসহ তাদের সন্তানদের নিয়ে আলাদাভাবে বসবাস করা ৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা সবাই দিনমজুর।