চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ভাই-ভাতিজারা মিলে তাকে পিটিয়ে খুন করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত ছালামত আলী (৫০) ওই এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আশেক সারাবাংলাকে জানান, আহত অবস্থায় ছালামত আলীকে বিকেল সাড়ে ৩টার দিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগের বরাত দিয়ে এসআই আশেক বলেন, ‘জায়গা-জমি নিয়ে ছালামত আলীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ ছিল। এ নিয়ে দুপুরে ভাই ও ভাতিজাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় তারা ছালামতকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।’
পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনরা মামলা করার জন্য আনোয়ারা থানায় গেছেন।