বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত মাসব্যাপী কর্মসূচির পালনের অংশ হিসেবে আজ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এ.আর. আজিমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত। এসব কর্মসূচির মধ্যে ছিল আজ বিকাল ৪ ঘটিকায় বন্দর কর্তৃপক্ষ উচ্চ বালক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ, বাদ মাগরিব শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় বন্দর-১২নং শেখ রাসেল স্মৃতি সংসদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার আশীষ ভদ্র। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিম। আরও বক্তব্য রাখেন মহামেডান স্পোটিং ক্লাব’র সাবেক অধিনায়ক অভিজিৎ সাহা, ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক ফুটবলার শাহীন রিপন, বন্দর ফুটবল টিমের ম্যানেজার ও সাবেক ফুটবলার সুলতান মাহমুদ খান শাহীন, শতদল ক্লাব চট্টগ্রামের ম্যানেজার ও সাবেক ফুটবলার সাইফুল হাসান সরকার, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাবিব উল্লাহ নাহিদ, যুবনেতা আছিফুর রহমান মুন্না, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ফারুকুল ইসলাম অংকুর, যুবনেতা কাজী আলমগীর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী রেজা পিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ সুমন, ছাত্রনেতা মোঃ সেলিম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে ফররুক আহমেদ পাভেল, একরামুল হক রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, নগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কবির আহমেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তুষার ধর, সহ-সম্পাদক সাব্বির সাকিব, বন্দর সিবিএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান মজুমদার, যুব সংগঠক তানজিব আহসান জিবু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ফুটবলার আশীষ ভদ্র বলেন, ফুটবলের হারিয়ে যাওয়া জনপ্রিয়তাকে ফিরিয়ে আনতে আমাদের সকলকে কাজ করতে হবে। এজন্য স্কুল কলেজ পাড়া মহল্লায় ফুটবল খেলার ব্যবস্থা করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মানবিক যুব সংগঠক এম আর আজিম বলেন, বর্তমান সরকার খেলাধূলার জন্য কাজ করে যাচ্ছে। এ জন্য সরকার প্রত্যেকটি বিভাগীয় শহরে এক বা একাধিক স্টেডিয়াম নির্মাণ করছে। এতে করে খেলোয়াড়রা খেলাধূলা করার জন্য উন্মুক্ত মাঠ পাবে। এছাড়া ফুটবলের হারিয়ে যাওয়া জনপ্রিয়তাকে ফিরে আনতে জাতীয় ফুটবল টিমে অভিজ্ঞ কোচ নিয়োগ সহ প্রত্যেকটি বিভাগীয় শহরে জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থার অধীনে বিভিন্ন ধরণের ফুটবল লীগ নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।