ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস থাকবে না তিনদিন

ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় আগামীকাল রোববার সকাল ৬টা থেকে ৩রা আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোরলেন মহাসড়ক প্রকল্পের কাজের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর করার প্রয়োজনে গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলার বাসিন্দারা। মাটির চুলা, ইলেকট্রিক হিটার ও গ্যাস সিলিন্ডার কিনে রান্না বান্নার বিকল্প ব্যবস্থা করছেন তারা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে এই তথ্য জানানোর পাশাপাশি সর্বত্র মাইকিং করে গ্যাস না থাকার বিষয়ে অবগত করা হয়েছে।

বাখরাবাদের উপ-মহাব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান জানান, ঘাটুরা থেকে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত ৬, ৪, ৩, ২, ১ ও ৩/৪ ইঞ্চি ব্যাস ৪ বার চাপের গ্যাস পাইপলাইন এর হুক ও -আপ/কমিশনিং কাজের জন্য ৩১শে জুলাই ভোর ৬টা থেকে ৩রা আগস্ট সকাল ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।