রাউজান প্রতিনিধি |
চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. রোহান (০৬) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামে আলা মিয়া সওদাগরের বাড়িতে। রোহান ওই বাড়ির আবু তৈয়বের ছেলে।
থানীয় লোকজন জানান, শিশু রোহান দুপুরে খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে এক ভাই এক বোনের মধ্যে রোহান বড় ছেলে। সে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই শাহ ছৈয়দুল হক নুরানি মাদ্রাসায় অধ্যায়নরত ছিল। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে আবু তৈয়বের পরিবারের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য জগদীশ বড়ুয়া বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুের বিষয়ে কেউ আমাকে জানায়নি।