শফিউল আলম,রাউজান ঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হলদিয়া, হলদিয়া বড়ুয়া পাড়া, আমতইল্যা টিলা, বইজ্যার হাট, শিরনী বটতল, দক্ষিন ক্ষিরাম, হচ্চারঘাট, অলির টিলা, উত্তর সর্তা এলাকার দুই সহস্রাধিক পরিবারের বসবাস । দুই সহস্রাধিক পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য গত ১৯৭৩ সালে হলদিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করেন এলাকার বিত্তশালী পরিবারের সদস্যরা । স্কুল প্রতিষ্টার পর বাশের বেড়া টিনের ছাউনি দিয়ে নির্মান করা কাচাঁ ঘরে ছেলে মেয়েদেরকে পাঠদান শুরু করা হয় ।পরবর্তী সেমিপাকা ঘর নির্মান করে স্কুলের পাঠদান কার্যক্রম চালায় । বিশাল জনগোষ্টি অধ্যুষিত এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য বর্তমান সরকারের শাসন আমলে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়েনে স্কুলের দুটি ভবন নির্মান করা হয় । স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ প্রশস্তকরন করা হয় । স্কুলের খেলার মাঠের উত্তর পাশে বিশাল শহীদ মিনার নির্মান করা হয় । হলদিয়া উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ২শত ২৫ জন শিক্ষার্থী লেখপাড়া করছে। দুর্গম এলাকার মধ্যে প্রতিষ্টিত হলদিয়া উচ্চ বিদ্যালয়ে ৩৫ জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করেন । ৩৫ জন শিক্ষার্থী সকলেই পাশ করে শতভাগ পাশের গৌরব অর্জন করে এস এস সি পরিক্ষার ফলাফলে চুয়েট স্কুল এন্ড কেেলজের পর ২য় স্থানে রয়েছে হরদিয়া উচ্চ বিদ্যালয় । এস এস সি পরিক্ষার ফলাফলে শতভাগ পাশ করার পাশাপশি একজন শিক্ষার্থী জিপি-এ-৫ পেয়েছে । হলদিয়া উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করার গৌরব অর্জন করার সংবাদ পেয়ে এলাকার মানুষ খুশিতে আত্নহারা হয়ে উঠে । কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এলাকার সাধারন মানুষ মিষ্টি ক্রয় করে নিয়ে তাদেরকে মিষ্টি খাওয়ানো হয় । হলদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ সাহাবুউদ্দিন বলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য, শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের ঐক্যমতের ভিত্তিত্বে শিক্ষার্থীদের স্কুলের ক্লাসে ও ঘরের মধ্যে লেখপড়ায় মনোনিবেশ করানোর ফলে এই সাফল্য অর্জন করা সক্ষম হয়েছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রুপান্তর করতে গ্রামের শিক্ষা প্রতিষ্টানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে আসছে । তারই ধারবাহিকতায় দুর্গম এলাকায় প্রতিষ্টিত হলদিয়া উচ্চ বিদ্যালয় এস এস সি পরিক্ষায় শতভাগ পাশ করে এলাকাকে আলোকিত করেছে ।











