পাকিস্তানের উন্নয়নের শিকল টেনে ধরেছে আমেরিকা

পাকিস্তানের উন্নয়নের শিকল টেনে ধরেছে আমেরিকা। এছাড়া ইরান থেকে গ্যাস আমদানিতে পাকিস্তানকে বাধা দিচ্ছে আমেরিকা। সম্প্রতি এমন মন্তব্য করেন ইরানের সংসদ স্পিকার আলি লারিজানি।

পাকিস্তানের সঙ্গে ইরানের গ্যাস পাইপ লাইন চুক্তিতে বিপত্তি হয়ে দাঁড়িয়েছে আমেরিকা বলে তিনি ইঙ্গিত করেন।

লারিজানি বলেন, ‘পাকিস্তান ও ইরান এমন দুটি দেশ যাদের শত্রু অভিন্ন কিন্তু সমস্যা ও সংকটের মিল আছে অনেক। এজন্য আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে হবে।’

অন্যদিকে পাকিস্তানের ডেপুটি স্পিকার বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব গ্যাস লাইন প্রকল্প বাস্তবায়িত হবে।