বেগমজান হাই স্কুল ওল্ড স্কাউট এর “উত্তরণ” প্রকাশিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কমিশনার, বেগমজান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আলম বলেন- সুন্দর ও সুশৃংখল জাতি গঠনে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করা প্রয়োজন। সেই সাথে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে স্কাউটিংয়ের গুরুত্ব অপরিহার্য। অদ্য ১০ মে ২০১৯ খ্রি: হলি কিড্স গ্রামার স্কুল প্রাঙ্গনে হালিশহর বেগমজান হাই স্কুল ওল্ড স্কাউট কর্তৃক প্রকাশিত স্বরণিকা “উত্তরণ” এর মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এরপর তিনি রি-ইউনিয়ন পরিচালনা পরিষদের নেতৃবৃন্দদের মাঝে শুভেচ্ছা স্বারক প্রদান করেন।
রি-ইউনিয়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ কামরুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক উডব্যাজার মোহাম্মদ খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মোঃ আবুল কালাম, নুসরাত জাহান, সদস্য মোঃ ইদ্রিস, সাজেদা বেগম, হোসেনে আরা বেগম প্রমূখ।