রাউজানের নিউজ

রাউজানে কোরবানীর পশুর হাট জমে উঠতে শুরু করেছে


রাউজান প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর জন্য গরু, ছাগল, মহিষ ক্রয় করে এলাকার মুসলিম পরিবারের সদস্যরা । আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা । ঈদুল আজহার দিনে কোরবানী দিতে গরু , ছাগল মহিষ জবাই করে কোরবানী দেবে মুসলিম পরিবারের সদস্যরা । পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাউজানের বিভিন্ন এলাকায় ডেইরী ফার্ম, গরুর খামার, মৌসুমী গরু ব্যবসায়ীরা গরু বিক্রয় করা শুরু করেছে । মৌসুমী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয় করে ট্রাক, জীপ ভর্তি করে এনে মজুদ করছে । এছাড়া রাউজানের বিভিন্ন এলাকায় বাসিন্দ্বারা কোরবানীর সময়ে বিক্রয় করার জন্য গরু লালন পালন করার পর কোরবানীর জন্য বিক্রয় করতে শুরু করেছে । রাউজানের বিভিন্ন এলাকায় হাট বাজারে কোরবানীর পশুর হাট বসতে শুরু করেছে । কোরবানীর জন্য আগাম গরু ক্রয় করে লালন পালন করা কষ্টকর হওয়ায় বেশীর ভাগ ক্রেতা এখনো গরু ক্রয় করছেনা । তবে কিছু সংখ্যক ক্রেতা বিভিন্ন এলাকায় গৃহপালিত গরু, মৌসুমী গরু ব্যবসায়ীদের কাছ থেকে ডেইরী ফার্ম থেকে আগাম গরু ক্রয় করতে শুরু করেছে । পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাউজানের বিভিন্ন এলাকায় কোরবানীর পশু হাট বসে । কোরবানীর পশুর হাটের মধ্যে সবচেয়ে বেশী গরু কেনাকাটা হয় রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের গফুর আলী বোস্তামী চারা বটথল বাজার, গহিরা কাল চান্দ চৌধুরী হাট, পাহাড়তলী পিংক সিটি, বাগোয়ানের লাম্বুর হাট, খেলার ঘাট, নোয়াপাড়া চৌধুরী হাট বাজারে। এসব কোরবানীর পশুর হাট ছাড়া ও রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা দরগাহ ছড়ি বাজার, আমির হাট, বইজ্যার হাট, ফকির টিলা বাজার, জানিপাথর বাজার, ডাবুয়া ইউনিয়নের মুছা শাহ বাজার, চিকদাইর ইউনিয়নের হক বাজার, কালচান্দ চৌধুরী হাট, গহিরা ইউনিয়নের দলই নগর, নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাট, ফতেহ নগর বাজার, বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া হাট, রাউজান ইউনিয়নের রমজান আলী হাট, নাতোয়ান বাগিচা, কদলপুর ইউনিয়নের আশরফ আলী চৌধুরী হাট প্রকাশ সোমবাইজ্যার হাট, ঈশান ভট্টের হাট, পাহাড়তলী ইউনিয়নের গৌরিশংকর হাট, গশ্চি নয়া হাট, পুর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট, পশ্চিম গুজরা ইউনিয়নের রঘু ননদœ চৌধুরী হাট, মগদাই পিকে সেন হাট, উরকির চর ইউনিয়নের আলা মিয়ার হাট কেরানী হাট । রাউজানের রশিদও পাড়া এলঅকার বাসিন্দ্বা এমদাদ হোসেন রিপন বলেন, তার প্রতিবেশী ইমন সহ কোরবানীর জন্য পাহাড়ী এলাকা থেকে ৩৯ টি গরু ক্রয় করে রশিদরপাড়া হাটখোলা বিল এলাকায় রেখেছেন । ৪টি গরু বিক্রয় করা হয়েছে । কোরবানী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ব্যবসায়ীরা গরু ক্রয় করে এনে রেখেছেন । এছাড়া ও গৃহপালিত গরু ছাগল কোরবানীর জন্য বিক্রয় করবে এলাকার বাসিন্দ্বারা। রাউজান উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ মিঝানুর রহমান বলেন, রাউজানে ৪শত ৩৩ টি ডেইরী ফার্মে লালন পালন করা গরু ও কোরবানীর জন্যবিক্রয়করবে ডেইরী ফার্মের মালিকরা । এছাড়া ও দেশের বিভিন্ন এলাকা থেকে আনা গরু ব্যবসায়ীরা বিক্রয় করা শুরু করেছে । রাউজানের বিভিন্ন এলাকায় কোরবানীর জন্য ক্রেতারা গরু ক্রয় করছে প্রতিদিন । ধীরে ধীরে কোরবানীর পশুর হাট জমজামাট হয়ে উঠতে শুরু করেছে । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, রাউজানে কোরবানীর পশুর হাট গুলোতে ক্রেতারা এসে নিরাপদে কোরবানীর পশু ক্রয় করার জন্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে । রাউজানে ২টি স্থায়ী কোরবানীর পশুর হাট অস্থায়ী ১৩টি কোরবানীর পশুর হাটে কোরবানীল পশুর হাট বসবে । তবে সরকারী হিসাব থেকে আরো বেশী হাটে কোরবানীর পশুর হাট বসবে বলে স্থানীয়রা জানান । করোনার প্রার্দুভাব বাড়ায় রেকারবানীর পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্য বিধি মেনে কেনাকাটা করতে হবে বলে জানান রাউজান উপজেলঅ নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ।

রাউজানে রথযাত্রা উদ্বোধনী বক্তব্যে ফজলে করিম এমপি সম্প্রীতির পরিবেশ নষ্টের যড়যন্ত্রকারীদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলা সদরে শ্রী শ্রী জগৎনাথ মন্দিরে রথযাত্রী উৎসবের উদ্বোধনী বক্তব্যে বলেছেন অস্প্রদায়িক চেতনার জন্য রাউজান দেশের মধ্যে একটি মডেল। এখানে সকল সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ। ধমীয় উৎসব সমূহে ধর্মবর্ণ নিঃবিশেষে সকল মানুষ অংশ নেয়। এমন পরিবেশ যাতে কেউ বাঁধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। গতকাল তিনি ঢাকা থেকে লড স্পীকারে বক্তব্য রেখে এই উৎসবের উদ্বোধন করেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক প্রদীপ শীল ও তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান পিয়োতোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, দক্ষিণের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবতী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান বাহদুর, কাউন্সিলর এ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, এ্যাডভোকেট দীলিপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী,চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা দিপলু দে দিপু, জিল্লুর রহমান মাসুদ,অনুপ চক্রবর্তী প্রমুখ।

চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে ট্রাক সি,এন, জি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে এক মহিলা নিহত, আহত দুই

চট্টগ্রাম কাপ্ত্ই মহাসড়কের রাউজানের বাগোয়ান ইউনিয়নের মোতালবের টেক এলঅকায় ট্রাক সি, এন, জি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয় । সিএনজি অটোরিক্সা চালক সহ দুজন আহত হয় । গতকাল ১ জুলাই শুক্রবার দুপুরে এঘটনা সংগঠিত হয় । ট্রাক সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নিহত সি, এন, জি অটোরিক্সার আারোহী হলেন, হটহাজারী উপজেলার বাথুয়া ছালে আহম্মদের বাড়ীর আবদুল খালেকের স্ত্রী শামশুন নাহার (৬০) । আহত দুজনের মধ্যে একজন নিহত শামমুন নাহারের পুত্র হাসান (৩২) ও সিএনজি অটোরিক্সা চালক । দুর্ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানার এস আই নাহিদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শামশুন নাহারকে মারাত্বক আহত অবস্থায় রাউজানের নোয়াপাড়া কসমিক হাসাপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত হাসান সহ সিএনজি অটোরিক্সা চালককে উদ্বার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে রাউজান থানার এস আই নাহিদ জানান । ট্রাক ও সিএনজি অটোরিক্সা দুটি আটক করা হয়েছে, নিহত শামশুন নাহারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায় । নিহত শামশুন নাহার গতকাল ১জুলাই শুক্রবার দুপুরে তার স্বামীর বাড়ী থেকে সিএনজি অটোরিক্সা ভাড়া করে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজী পাড়া এলাকায় তার মেয়ের শ্বাশুড় বাড়ীতে যাওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান শামশুন নাহারের স্বজনেরা ।