ফ্রার্স্ট সিকিউরিটি ব্যাংক এর ভিপি আকিজ উদ্দীন চৌধুরীকে সম্মাননা

ফ্রার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে পটিয়া কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামবাসী। গতকাল ৯ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় ব্যাংকের খাতুনগঞ্জ শাখা এ সংবর্ধনার আয়োজন করা হয়। পুরস্কৃত সমাজকর্মী শওকত মেম্বারের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন ফ্রাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দীন চৌধুরী। এতে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অফিসার আমির হোসেন, খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান বাদশা, হরিণখাইন আদর্শ যুব সংঘের সভাপতি এনএম জসিম উদ্দীন, ব্যাংকার আবদুল করিম, নাছির উদ্দীন প্রমুখ। ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দীন চৌধুরীর সুদক্ষ পরিচালনায় ফ্রার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
শেষে শওকত মেম্বারের নেতৃত্বে হরিণখাইন গ্রামবাসীর পক্ষে আকিজ উদ্দীন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।