ইরানের সঙ্গে পাইপলাইন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করবে পাকিস্তান

ইরানের সঙ্গে গ্যাস পাইপ লাইন প্রজেক্ট দ্রুত বাস্তবায়ন করতে চায় পাকিস্তান। আর এর জন্যে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের রোষের মুখে থাকা দুই দেশ একে অন্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে।

মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের ইরান সফরের সময় সে দেশের নেতাদের সঙ্গে আইপি গ্যাস পাইপলাইন প্রজেক্টে নিয়ে আলোচনা হয়েছে। প্রজেক্ট বাস্তবায়নের জন্য দুই পক্ষ অত্যন্ত ঘনিষ্ঠাভাবে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

মুখপাত্র বলেন, সকল প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক অর্থপুর্ণ এবং শক্তিশালী করার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করেছেন।

ইরানকে গুরুত্বপূর্ণ মুসলিম প্রতিবেশি দেশ হিসেবে আখ্যায়িত করে মুখপাত্র ফয়সাল বলেন, দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিকভাবে ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে একান্ত বৈঠক হয়েছে। এছাড়াও সরকারি প্রতিনিধিদের সঙ্গেও দফায় দফায় আলোচনা করেছেন। এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সঙ্গেও ইমরান খান বৈঠক করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।