মাঝিরঘাটে আগুনে পুড়েছে ৬টি জুতার কারখানা ও ১টি মুদিদোকান

মাঝিরঘাট এলাকায় আগুন লেগে ৬টি জুতার কারখানাসহ একটি মুদিদোকান পুড়ে গেছে। বুধবার (৮ জুন) ভোর পৌনে ৬টায় নগরীর ডবলমুরিং থানার মাদারবাড়ি মালুম মসজিদ এলাকার জুতার কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে নগরীর ডবলমুরিং থানার মালুম মসজিদ এলাকার জুতার কারখানায় আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী ছাদ থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে ছোট-বড় মিলিয়ে ছয়টি কারখানা পুড়ে গেছে।