রাস্তার পাশে পড়ে আছে বিদ্যুতের তার, দুর্ঘটনার আশংকা!

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে গত ৩দিন ধরে পল্লী বিদ্যুতের ছিঁড়ে তারপরে আছে রাস্তার পাশে! ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার টি পড়ে থাকাই যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা জানা গেছে, উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার (দক্ষিণ পাইন্দং গ্রামে) মৌলবী ইউনুছ’র বাড়ির পাশে (জহুর মেম্বার বাড়ির) রাস্তায় ওই ছিঁড়ে তার পড়ে আছে মাঠিতে। এতে জনবহুল গ্রামে বিদ্যুতের ছিঁড়া তার জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশু-বৃদ্ধ, নারী-পুরুষসহ গাবাদি পশু মরে যাওয়ার আশঙ্কা রয়েছে।! ওই এলাকার বাসিন্দা মোঃ সম্রাট ও মোঃ আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ফটিকছড়ি) জোনাল অফিসের ডিজিএম আব্দুস সালাম, এজিএম আজহারুল ও অভিযোগ কেন্দ্র নাম্বারে বার বার কল দিলেও পাওয়া যায়নি। পরে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের বিদ্যুৎ সেবা ২৪ ঘন্টা (১৬৮৯৯) নাম্বারে কল দিয়ে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ নাম্বার R0508-1953-69। বুধবার (৮ মে) রাত ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পল্লী বিদ্যুতের ছিঁড়া তারটি মেরামত করা হয়নি। ঝুঁকিপূর্ণভাবে পড়ে রয়েছে! এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ (ফটিকছড়ি) জোনাল অফিস এজিএম মোহাম্মদ আজহারুল হক এর অফিসিয়াল নাম্বারে বার বার কল দেওয়ার পরও মোবাইলে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সোমবার (৬ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ো বাতাসে গাছ পড়ে বিদ্যুতের ছিঁড়ে গেছে। এতে প্রায় ওই এলাকার ৫০ ঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।