মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী নয়ন

মিরসরাই প্রতিনিধি :দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৮মে) রাতে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন। এতে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৭০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি শেখ আতাউর রহমান (ঘোড়া)। তিনি পেয়েছেন ২০ হাজার ৭ শত ৬৭ভোট। এনায়েত হোসেন নয়ন ১২ হাজার ৩শত ৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮ হাজার ৩শত ৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ সেলিম (টিয়া) প্রতীকে তিনি পেয়েছেন ১৬ হাজার ৭শত ৩৭ ভোট। মিরসরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ হাজার ২শত ৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে উম্মে কুলসুম কলি (ফুটবল)। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইসমত আরা ফেন্সি (কলস) প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৫শত ৭৭ ভোট। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় যুক্ত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের নিকট লিখিত ফলাফল তুলে দেন।

প্রসঙ্গত : মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ), শেখ আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), উত্তম কুমার শর্মা (দোয়াত কলম) ও মো. মোস্তফা (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন ও শেখ আতাউর রহমানের মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হয়। ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম (চশমা), শেখ সেলিম (টিয়া পাখি), সালাহ উদ্দিন আহমেদ (টিউবয়েল), সাইফুল আলম (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম ও শেখ সেলিম এর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি (কলস), উম্মে কুলসুম কলি (ফুটবল), বিবি কুলছুম (পদ্মফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। এখানে ইসমত আরা ফেন্সি ও উম্মে কুলসুম কলি এর মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হয়। মিরসরাই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। নির্বাচনে দায়িত্ব পালন করেন, ১১৩ জন প্রিজাইডিং অফিসার, ৮৩৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৬৭৬ জন পোলিং এজেন্ট। ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিকেন্দ্রে আনসার-ভিডিপি’র ১২ জন করে, পুলিশের স্ট্রাইকিং টিম ১০টি, মোবাইল টিম ১৯টি, ব্যাটালিয়ন আনসার-২ সেকশন, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২ টি টিম নিয়োজিত ছিলো।