ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর–রামু আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিণী শিরিন রহমান।

এসময় জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও কাউন্সিলর নাছিমা আক্তার বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হুরায়রা আক্তার, ঈদগাঁও মহিলা দলের আহ্বায়ক খুরশীদা আক্তার, ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক রুমানা আক্তার, সদস্য সচিব সুবর্ণা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিনসহ বিভিন্ন স্তরের মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।