জাতীয় কবি নজরুলের হাজীপাড়া স্মৃতি স্তম্বে শ্রদ্ধা নিবেদন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জাতীয় করি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্কিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল পৌরসভার হাজী পাড়ায় কবির স্মৃতি বিজরিত স্মৃতি স্তম্বে সংসদ সদস্যের পক্ষে ফুল দেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। এসময় মেয়র পারভেজ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বিদ্রোহী কবি নজরুল তার সাম্যের বানী নিয়ে এসেছিলেন রাউজানে। সেই সময়কালের ধর্মান্ধ জনগোষ্ঠিকে জাগিয়ে অস্প্রদায়িক চেতনায় বলিয়ান করে গেছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, যুবলীগ নেতা আবু সালেক, মোহাম্মদ ইকবাল, নাছির উদ্দিন, ছাত্রলীগ নেতা আরমান সিকদার প্রমুখ