কালুরঘাটে নতুন সেতু নির্মাণে চুক্তি: প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার মনোয়ারের অভিনন্দন

কালুরঘাট নতুন সেতু সেতু নির্মাণের ব্যাপারে আজ দক্ষিন কেরিয়ার সাথে যে চুক্তি স্বাক্ষর হয়েছে এ বিষয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্য্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন,
“দেরীতে হলেও এ কাজে অগ্রগতির জন্য অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রীকে।
তিনি আরো জানান, “গত নির্বাচনের আগে এবং পরে আমরা মানববন্ধন, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, সামাবেশ মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে দাবী করেছিলাম নতুন সরকার যেন এ প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেন। আমরা এই আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে জেনে অবশ্যই আনন্দিত।”
ব্যারিস্টার মনোয়ার হোসেন আরো জানান, “আজ বাংলাদশ সরকার এবং কোরিয়া সরকারের মধ্যে ‘কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ এক্রোস দ্য রিভার কর্ণফুলী অ্যাট কালুরঘাট পয়েন্ট’ শীর্ষক প্রকল্প ২০২৪-২০৩০ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা রাখি এবার চট্টলাবাসী আর হতাশ হবে না। তবে, এখনো জানা দরকার এটা নির্মাণে পদ্মা সেতুর সমান সময় কেন লাগবে? এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রয়োজন।