আমিরাতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর যুবকের মৃত্যু


বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস আল খাইমাহতে সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের (৪৯) বাড়িতে চলতে শোকের মাতম।
গতকাল সোমবার ২৫ এপ্রিল দুপুরে রাস আল খাইমাহ-র মাসাফি সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি। একই দূর্ঘটনায় রতন মিয়া (৫০) নামের আরো এক বাংলাদেশি নিহত হয়েছেন।
জাহাঙ্গীর চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের পশ্চিম গোমদন্ডী বহদ্দার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে। রতন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ।
জানা গেছে, জাহাঙ্গীর রাস আল খাইমাহ মিউনিসিপ্যালিটির একজন ইলেক্ট্রিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে সপরিবারে বসবাস করছিলেন। তার স্ত্রী, তিন মেয়ে এবং ৪ মাস বয়সী এক ছেলে রয়েছে।
নিহত জাহাঙ্গীরের মামা মো. হাশেম জানান, দুই মাস পূর্বে জাহাঙ্গীরের মা মারা যান। মায়ের মৃত্যুতে জাহাঙ্গীর দেশে এসেছিলেন। রমজানের দুইদিন আগে আবারো বিদেশে পাড়ি জমায় জাহাঙ্গীর। সোমবার রাস আল খাইমাহ থেকে মাসাফি মিউনিসিপালিটি অফিসে যাওয়ার পথে একটি মালবাহী গাড়ির সাথে জাহাঙ্গীরের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা গেছে বলে জানতে পেরেছি। তার মরদেহ শেখ সাকর হাসপাতালের হিমাগারে রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।