সৈয়দ মোহাম্মদ মনজুরুল ইসলাম, ওমান প্রতিনিধি: ওমানে সোশ্যাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। আগামী ২রা মে বারকা সোয়াদী হলিডে রিসোর্টে( ওয়াটার পার্ক) এবারের মেলা হচ্ছে। ১১ লক্ষ স্কয়ার ফুট এলাকা জুড়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। এই দর্শনীয় স্থানে আছে বিনোদন এর নানা রকম সুযোগ-সুবিধা।সমগ্র বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলাকে ঘিরেই ওমান প্রবাসীদের মাঝে দেখা যাচ্ছে সাজ সাজ রব ও উৎসাহ উদ্দীপনা।
এ বিশাল আয়োজন নিয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও উইংস সমূহের নেতৃবৃন্দের প্রস্তুতি সভা সম্প্রতি ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএন আমিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান দ্বয় যুগ্ম সম্পাদক এবং কার্যকরী কমিটির সদস্য বৃন্দ সাথে ছিলেন ক্লাবের আওতাধীন উইংস সমূহের নেতৃবৃন্দ।
এই প্রস্তুতি সভায় বৈশাখী মেলা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১২টি সাব কমিটি এবং সাথে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে সাব কমিটির সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সাথে সাথে কমিউনিটির নেতৃবৃন্দ,বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে এক যুগে কাজ করবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান। সবাই মিলে একসাথে কাজ করে সেরা অনুষ্ঠান উপহার দেবে বলে আশা ব্যক্ত করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক।
সাধারণত এই ওয়াটার পার্কের প্রবেশ মূল্য তিন রিয়াল হলেও বৈশাখী মেলা উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তাই কম খরচে অনেক সুযোগ সুবিধা পাবে মেলাই আগত প্রবাসীরা।
বাঙালি অধ্যুষিত সব এলাকায় দুই এক দিনের মধ্যে টিকেট পাওয়া যাবে। তবে টিকেট নির্ধারিত তাই আগে থেকে সংগ্রহ করে রাখুন। গেইটে টিকেট নেওয়ার কোনো সুযোগ নেই।