খাগড়াছড়িতে গড়ে তোলা হবে আধুনিক মানের ক্রিকেট টার্ফ- এমন আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তিনি বলেছেন, খাগড়াছড়ির ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির আলাদা দৃষ্টি থাকবে। মেয়েদের ক্রিকেটের উন্নয়নে কোনো কার্পণ্য করা হবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনে এসে আসিফ আকবর স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার ক্রিকেট অবকাঠামো, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি বিশেষভাবে কাজ করবে। এখানে সম্ভাবনাময় ক্রিকেটারদের অনুপ্রেরণা ও সুযোগ দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
বিসিবি পরিচালক আরও জানান, খাগড়াছড়ির ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তিনি নিজে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবেন। পার্বত্য চট্টগ্রামের ক্রিকেট একদিন বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম হবে।
তার সফরের সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য, স্থানীয় ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আসিফ আকবর জানান, পার্বত্য চট্টগ্রাম থেকেই তিনি তার মাঠপর্যায়ের কর্মকাণ্ড শুরু করতে চান, যা তার পূর্ব প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা।
এ সময় তিনি খাগড়াছড়ির ক্রিকেট নিয়ে কয়েকটি সুসংবাদও দেন, যা স্থানীয় ক্রিকেটারদের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, বিসিবির কাউন্সিলর আনিসুল আলম আনিকসহ সদস্যরা।











