রাঙ্গুনিয়ায় অস্ত্র ও বাইকসহ ৩ আসামী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় পদুয়া ইউনিয়নের ভান্ডারীগেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোঃ নাছির(৩৪),মোঃ বিটু (২৫) ও মাহবুব আলম(২৫) কে অস্ত্র ও বাইকসহ গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

‎গ্রেফতার আসামী মোঃ নাছির নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের মৃত মোঃ ওহাবের ছেলে। মোঃ বিটু নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উত্তর চর ইশ্বর রায় বাসু কবিরাজের বাড়ীর মৃত জাকের হোসেনের ছেলে। মাহবুব আলম দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকার মৃত ইসলামের ছেলে।

‎তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান), ৪টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোঃ সেলিম জানান, অস্ত্র ও বাইকসহ তিন আসামীকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।